Dr. Neem on Daraz
Victory Day

আজ থেকে  মাছ ধরা শুরু, সাগরে যেতে প্রস্তুত জেলেরা


আগামী নিউজ | মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১২:২৯ পিএম
আজ থেকে  মাছ ধরা শুরু, সাগরে যেতে প্রস্তুত জেলেরা

ছবি : আগামী নিউজ

ভোলাঃ সরকারের দেওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকার করবেন  ভোলার জেলেরা। তাই জাল ও ফিশিং বোর্টসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা।

আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে সাগরে মাছ শিকারে যাবেন। মাছ ধরাকে কেন্দ্র করেই কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা।

ইলিশ শিকার করে গত ২ মাসের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী জেলেরা।

সাগর উপকূলের বিভিন্ন ঘাটে জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিং বোর্ট মেরামত করছেন জেলেরা। মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং খাদ্য সামগ্রী ট্রলারে তুলছেন কেউ কেউ। অনেকে আবার নতুন করে জাল  করছেন।

মৎস্য অফিস জানিয়েছে, সাগরে মাছ ধরেন জেলায় এমন নিবন্ধিত  জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সদরে ৩ হাজার ৬৯৮ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, লালমোজনে ৮ হাজার ৮০৪ জন, তজুমদ্দিনে ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশন উপজেলায় ১৭ হাজার ৫৬১ জন ও মনপুরা উপজেলায় ১০ হাজার ১৮৫ জন। এর বাইরেও অনেক জেলে রয়েছেন। তারাও মাছ শিকার যাবার প্রস্তুতি নিয়েছেন।

উল্লেখ্য, সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা গত ১৯মে থেকে ২৩ জুলাই পযর্ন্ত নিষেধাজ্ঞা জারী করেন সরকার। 

জেলে মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ। এখন আর জেলেদের মাছ শিকারে যেতে বাধা নেই। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের চাল দেওয়া হয়েছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে